আমাদের এই চ্যানেলটি প্রকৃতপক্ষে ভূগোল বিষয় সম্পর্কে ভিডিওগুলি তৈরি করা হচ্ছে।বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভূগোল বিষয়ে উৎসাহ দানে ভিডিওগুলি তৈরি।খুবই সহজ-সরল ও সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বিশেষ করে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন। ধন্যবাদ।।।।।
##বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি হল- ১, অপবাহন সৃষ্ট গর্ত বা বেশিন। ২, গৌর বা গারা। ৩, জ্যুগেন। ৪, ইয়ারদাং। ৫, ইনসেলবার্জ। এই ভিডিওটিতে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি বিস্তারিতভাবে ছবি সহ আলোচনা করা হয়েছে।
0 Comments